রাঙামাটিতে সনাতনীদের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

NewsDetails_01

দেশব্যাপী সনাতন ধর্মাবলম্বীদের উপাসনালয়, ঘরবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদে রাঙামাটিতে হিন্দু জাগরণ মঞ্চের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার (১২ আগস্ট) সকালে রাঙামাটি পৌরসভা প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।

NewsDetails_03

এসময় বক্তারা বলেন, যখনই দেশে কোনও পালাবদল শুরু হয় তখনই সংখ্যালঘুদের ওপর হামলা শুরু করে মৌলবাদী গোষ্ঠী। ২০০১ সাল থেকে ধারাবাহিকভাবে যেসব সংখ্যালঘু নিপীড়ন, হত্যা হয়েছে তার কোনও বিচার না হওয়ায় বারবার একটি গোষ্ঠী সনাতনীদের ওপর হামলার সাহস দেখাচ্ছে। বক্তারা আরো বলেন, একটি গোষ্ঠী চায় এদেশ থেকে সনাতনীরা চলে যাক, সনাতনী শূন্য করার নীলনকশা নিয়ে তারা কাজ করছে, কিন্তু এদেশ ছেড়ে কোনও সনাতনী কোথাও যাবে না বলেও শপথ করেন বক্তারা।

প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন হিন্দু জাগরণ মঞ্চের সমম্বয়ক অজিত শীল ও রাজু শীল, রাধা রাসবিহারী মন্দিরের অধ্যক্ষ নিতাই নুপুর দাস ব্রহ্মচারী।

এসময় সাম্প্রদায়িক সহিংসতার বিচারসহ আট দফা দাবি তুলে ধরেন হিন্দু জাগরণ মঞ্চের সমন্বয়ক মিশু দে।

আরও পড়ুন