রাঙামাটিতে সন্ত্রাসীদের গুলিতে ইউপিডিএফ নেতা নিহত

NewsDetails_01

রাঙ্গামাটির বাঘাইছড়িতে সন্ত্রাসীদের গুলিতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) এক নেতা নিহত হয়েছেন। নিহতের নাম উদয় বিকাশ চাকমা ওরফে চিৎকধন চাকমা (৪৫)। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার বঙ্গলতলী ইউনিয়নের বি ব্লক এলাকায় এঘটনা ঘটে। নিহত উদয় বিকাশ চাকমা ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) বাঘাইছড়ির সামরিক শাখার প্রধান বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার বঙ্গলতলী ইউনিয়নের বি ব্লক এলাকায় ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) বাঘাইছড়ি শাখার প্রধান উদয় বিকাশ চাকমা ওরফে চিৎকধন চাকমার অবস্থানের খবর পেয়ে সশস্ত্র সন্ত্রাসীদের একটি দল হানা দেয়। এসময় সশস্ত্র সন্ত্রাসীরা তাকে সামনে পেয়ে গুলি করে পালিয়ে যায়। গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই উদয় বিকাশ চাকমার মৃত্যু ঘটে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষ এমএন লারমা সংস্কারপন্থীদের হাতে উদয় বিকাশ চাকমা নিহত হয়েছেন বলে স্থানীয়দের ধারণা।
বাঘাইছড়ি উপজেলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ মনঞ্জুর আলম এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ ঘটনা ঘটতে পারে,তদন্ত করে পরে বিস্তারিত জানানো যাবে।

আরও পড়ুন