রাঙ্গামাটির বাঘাইছড়িতে সন্ত্রাসী হামলায় আহতদের দেখতে গেলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর এমপি। তিনি আজ বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা সিএমএইচে যান এবং আহতদের চিকিৎসার খোঁজ খবর নেন।
এসময় বীর বাহাদুর বিদ্যমান পরিস্থিতি কাটিয়ে উঠতে সরকার সম্ভব সব ধরনের সহযোগিতা প্রদান করবে উল্লেখ করে মন্ত্রী আহতদের পাশে দাঁড়ানোর কথা জানান। এসময় পার্বত্য সচিব মেজবাহুল ইসলাম, তিন পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যানসহ মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, গত ১৮ মার্চ সন্ধ্যায় রাঙামাটির বাঘাইছড়িতে দুর্বৃত্তের ব্রাশ ফায়ারে নির্বাচন কর্মকর্তাসহ ৭ জন নিহত হয়। এই ঘটনায় ১১জন আহত হলে তাদের দ্রুত চমেক হাসপাতাল ও হেলিকপ্টার যোগে সিএমএইচে পাঠানো হয়।