রাঙামা‌টিতে সম্প্রীতি সমাবেশ

সংঘাত, নৈরাজ্য ও অস্থিতিশীলতার বিরুদ্ধে সম্প্রীতি সমাবেশ হয়েছে রাঙামা‌টিতে। সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে আজ বৃহস্প‌তিবার সকালে সদর উপজেলা পরিষদ অডিটরিয়ামে আয়োজিত সম্প্রীতি সমাবেশে বিভিন্ন ধর্ম, বর্ণ, গোত্র ও সম্প্রদায়ের প্রতিনিধিরা অংশ নেন।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হো‌সেন খান।

NewsDetails_03

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আসমার সঞ্চালনায় অনুষ্ঠানে পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হো‌সেন, জেলা বিএন‌পির সভাপ‌তি দী‌পেন তালুকদার, সাধারণ সম্পাদক এ্যাড. মানুনুর র‌শিদ মামুন, জামায়া‌তের আ‌মির আব্দুল আ‌লিম, রাঙামা‌টি জেলা জেএসএস সভাপ‌তি গঙ্গা মা‌নিক চাকমাসহ ব্যবসায়ী ধর্মীয় প্রতি‌নি‌ধি, পাহাড়ি বাঙালি গণ্যমান্য ব্যক্তিরা বক্তব্য দেন।

বক্তারা ব‌লেন, পাহা‌ড়ে সম্প্রী‌তির বন্ধন বজায় থাকুক কিছু দুষ্টু লোক এটা চায় না। শা‌ন্তি বিনষ্ট কর‌তে কিছু চক্র সক্রিয় থাকে। যারা সম্প্রী‌তি ন‌ষ্টে জ‌ড়িত তা‌দের বিরু‌দ্ধে সামাজিক সচেতনতা সৃ‌ষ্টি কর‌তে হ‌বে। সকল বি‌ভেদ ভু‌লে গিয়ে এগি‌য়ে আস‌তে হ‌বে।

তারা ব‌লেন, নতৃন সরকা‌রের আম‌লে নতুন দেশ গড়ার কা‌জে সবার সহ‌যো‌গিতা দরকার। ছোট বয়স থে‌কে শিক্ষার্থী‌দের মা‌ঝে সস্প্রী‌তি শিক্ষায় গ‌ড়ে তুল‌তে শিক্ষক সমা‌বেশ করা হ‌বে। ধর্মীয় প্রতিষ্টা‌নে নৈ‌তিক, মান‌বিক, সহনশীলতার বিষ‌য়ে আ‌লোচনা করতে হ‌বে। আশা ক‌রি, সক‌লের চেষ্টায় পাহা‌ড়ে সম্প্রী‌তি ফি‌রে আস‌বে।

আরও পড়ুন