রাঙামাটিতে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৩-২০২৪ এর আওতায় স্কুল শিক্ষার্থীদের নিয়ে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ উদ্বোধন হয়েছে।
জেলা ক্রীড়া অফিসের আয়োজনে আজ বৃহস্পতিবার সকালে রাঙামাটি সদরের বন্দুকভাঙ্গা উচ্চ বিদ্যালয়ে এ সাঁতার প্রশিক্ষণের উদ্বোধন হয়।

বন্দুকভাঙ্গা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অতন চাকমার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা ক্রীড়া অফিসার মোঃ আফাজ উদ্দিন। এছাড়া বিশেষ অতিথি ছিলেন, সদর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ হান্নান।
অন্যদের মধ্যে বিদ্যালয়ের শিক্ষকরা উপস্থিত ছিলেন, প্রশিক্ষণে ৩০জন ছাত্রছাত্রী অংশ নিচ্ছে।