রাঙামাটি সেনা রিজিয়ন সূত্রে জানা গেছে, পার্বত্য চট্টগ্রামের আঞ্চলিক দলের সশস্ত্র শাখার একটি গ্রæপ পার্বত্য এলাকার বিভিন্ন স্থানে সন্ত্রাসী কার্যক্রমসহ নানা ধরণের নাশকতার উদ্দেশ্যে বিপুল পরিমাণে অস্ত্রের মজুদ করছে এমন তথ্যর ভিত্তিতে বালুখালী ইউনিয়নের কাইন্দ্যা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে সেনবাহিনী। কিন্তু সেনা অভিযানের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা গহীন অরণ্যে পালিয়ে যায় এবং ঘটনাস্থল থেকে এসময় বেশকয়েকটি অস্ত্র উদ্ধার করা হয়।
এ ব্যাপারে রাঙামাটি কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সত্যজিৎ বড়ুয়া জানান, আমি সেনাবাহিনী সূত্রে জানতে পেরেছি অস্ত্র উদ্ধারের কথা। থানায় আনলে বিস্তারিত জানা যাবে।