রাঙামাটিতে সেনা সদস্য নিহত ঘটনায় ক্যাইচিং মারমা আটক

NewsDetails_01

রাঙামাটির রাজস্থলীতে সেনা সদস্য নাসিম হত্যার ঘটনায় এক যুবককে আটক করেছে নিরাপত্তা বাহিনী। আটককৃতের নাম ক্যাইচিং মারমা (২০) ।

পুলিশ জানায়,গত বুধবার (২৮ আগস্ট) রাতে জেলার রাজস্থলীর পোইথুপাড়া থেকে নিরাপত্তা বাহিনীর সদস্যরা তাকে আটক করে। বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকালে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

NewsDetails_03

রাজস্থলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মফজল আহম্মদ জানান, আটক ক্যাইচিং মারমাকে (২০) আজ (বৃহস্পতিবার) বিকেলে অথবা কাল (৩০ আগস্ট) সকালে আদালতে পাঠানো হবে।

রাঙামাটির রাজস্থলীতে গত ১৮ আগস্ট সকালে পোইথু পাড়া গ্রামে সেনা টহলের সময় সন্ত্রাসীদের হামলায় মো.নাসিম নামে এক সেনা সদস্য নিহত হন। নিহত ঘটনায় গত ২৬ আগস্ট রাজস্থলী থানার এসআই এরশাদ মিয়া বাদী হয়ে মামলা দায়ের করেন।

উল্লেখ্য,নিহত সেনা সদস্য নাসিমের বাড়ি ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলার তারাটি পূর্বপাড়ায়,তার পিতার নাম বিল্লাল হোসেন।

আরও পড়ুন