তথ্য আপা ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্প (২য় পর্যায়) স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বিশেষ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
তথ্য আপা, জাতীয় মহিলা সংস্থা এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে আজ বৃহস্পতিবার রাঙামাটি সদর উপজেলা পরিষদ চত্বরে উঠান বৈঠকে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শহীদুজ্জামান মহসীন রোমান।
সদর উপজেলা নির্বাহী অফিসার নাজমা বিনতে আমিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা ইকবাল হোসেন চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান নাসরিন ইসলাম, তথ্য আপা নাসরিন অাক্তার প্রমুখ। উঠান বৈঠকে বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমান, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক মোঃ হান্নানসহ সংশ্লিস্ট এলাকার প্রায় ৫০জন মহিলা অংশ নেন।
উঠান বৈঠকে বক্তারা, স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বপ্নের বাংলাদেশ গঠনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার গৃহীত নানা পদক্ষেপ এর কথা উল্লেখ করে বর্তমান বাংলাদেশ সরকার প্রদত্ত নারীদের বিভিন্ন অধিকার, সুযোগে সুবিধা, চাকুরির আবেদন করতে সেবা, স্বাস্থ্য ও স্যানিটেশন সেবা, শিক্ষা সেবাসহ বিভিন্ন সেবা কিভাবে গ্রহন করা যায় তা নিয়ে অবহিত করা হয়।