স্বাধীনতার সূবর্ণজয়ন্তী ও স্বাধীনতা দিবস উপলক্ষে রাঙামাটির নানিয়ারচরে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ভলিবল টুর্নামেন্ট উদ্বোধন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার নানিয়ারচর থানা মাঠে নানিয়ারচর উপজেলা ক্রীড়া সংস্থা’র আয়োজনে এ টুর্ণামেন্টে প্রধান অতিথি ছিলেন নানিয়ারচর উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রগতি চাকমা। উদ্বোধক ছিলেন নানিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার ফজলুর রহমান।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে ভাইস চেয়ারম্যান নুরুজ্জামান হাওলাদার, উপজেলা রিচোর্স সেন্টার ইন্সট্রাক্টর সরওয়ার কামাল, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা আজিজুল হক, সহকারী শিক্ষা অফিসার অংলাসিং মার্মা, ক্রীড়া সংগঠক আবুল বাশার চৌধুরী, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক রিপন দাশ উপস্থিত ছিলেন।
উদ্বোধনী দিনের ১ম ম্যাচে ইসলামপুর ভাই ভাই ক্লাবকে হারিয়ে ইয়াং স্টার ক্লাব এবং ২য় ম্যাচে নানিয়ারচর ক্রীড়া শিক্ষা একাডেমীকে হারিয়ে ডি কে সুপার সেভেন ভলিবল টিম জয়লাভ করে। টুর্নামেন্টে ১৩টি দল অংশ নিচ্ছে।