রাঙামা‌টি‌তে ১ম বিভাগ ক্রি‌কেট লী‌গের উদ্বোধন

NewsDetails_01

রাঙামা‌টি পৌরসভা ১ম বিভাগ ক্রি‌কেট লী‌গের উদ্বোধনী দি‌নে মু‌ক্তি‌যোদ্ধা‌ ক্রীড়া চক্র‌কে ১ উইকে‌টে পরা‌জিত ক‌রে শুভসূচনা ক‌রে‌ছে বর্তমান চ্যা‌ম্পিয়ন র‌ফিক স্মৃ‌তি ক্রি‌কেট ক্লাব।

বুধবার (১৪ ফেব্রুয়ারি)সকা‌লে রাঙামা‌টি মারী স্টে‌ডিয়া‌মে জেলা ক্রীড়া সংস্থার আ‌য়োজ‌নে ১ম বিভাগ ক্রি‌কেট লী‌গের উদ্বোধন ক‌রেন প্রধান অ‌তি‌থি জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হো‌সেন খান।

NewsDetails_03

উদ্বোধনী ম্যা‌চে ট‌সে জি‌তে মু‌ক্তি‌যোদ্ধা প্রথ‌মে ব্যাট ক‌রে ৩১ ওভা‌রে ১০ উইকেট হা‌রি‌য়ে ১২৬ রান সংগ্রহ ক‌রে। দ‌লের প‌ক্ষে স‌র্বোচ্চ পলাশ ২৫, বাবু ১৮ রান নেন। র‌ফিক স্মৃ‌তির মোদা‌চ্ছের নেন ৫ উইকেট। জবা‌বে মাত্র এক বল হা‌তে রে‌খে ৩৪.৫ ওভা‌রে ৯ উইকেট হা‌রি‌য়ে জ‌য়ের ল‌ক্ষ্যে পৌ‌ছে যায় বর্তমান চ্যা‌ম্পিয়ন র‌ফিক স্মৃ‌তি। বিজয়ী দ‌লের প‌ক্ষে মোদা‌চ্ছের স‌র্বোচ্চ ৩৬ রান সংগ্রহ ক‌রেন। মু‌ক্তি‌যোদ্ধার মইনুল নেন ৩ উইকেট।

ব্যা‌টে ব‌লে অসাধারণ নৈপুন্য প্রদর্শন করায় র‌ফিক স্মৃ‌তি ক্রি‌কেট ক্লা‌বের মোদা‌চ্ছের ম্যান অব দা ম্যাচ নির্বা‌চিত হন।

এবা‌রের ১ম বিভাগ ক্রি‌কেট লী‌গে জেলা সদ‌রের ১২‌টি দল অংশ নি‌চ্ছে।

আরও পড়ুন