রাঙামাটিতে ১০টি ইউপিতে উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ

purabi burmese market

৪র্থ ধাপের ইউনিয়ন পরিষদের নির্বাচনে রাঙামাটির দুই উপজেলার ১০টি ইউপিতে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শেষ হয়েছে।

আজ রবিবার সকাল ৮টা থেকে রাঙামাটি সদর ও নানিয়ারচরসহ ১০টি ইউনিয়নের ৯০টি ভোট কেন্দ্রের ২৩৬টি ভোট কক্ষে এ ভোটগ্রহণ কার্যক্রম শুরু হয়। দুর্গম উপজেলার পাহাড়ী ও বাঙালি নারী-পুরুষরা সারিবদ্ধভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করে।

এখন পর্যন্ত রাঙামাটির ২ উপজেলায় ১০ ইউপিতে কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। প্রতিটি কেন্দ্রে এলাকায় অতিরিক্ত পুলিশ সেনাবাহিনী, বিজিবি, আনসার ভিডিপি ও মোতায়ন ছিলো। এছাড়া নির্বাহী ম্যাজিষ্ট্রেট এর নেতৃত্বে ছিলো মোবাইল কোর্ট।

রাঙামাটি ইউপি নিবাচনের প্রিজাইডিং কর্মকর্তারা জানান, ১০টি ইউপিতে সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ ভোটগ্রহন হয়েছে। অপ্রীতিকর ঘটনার কোন খবর পাওয়া যায়নি। সবাই শৃঙ্খলা মেনে ভোট দিয়েছেন।

প্রসঙ্গ: নির্বাচনে চেয়ারম্যান পদে ৩৮জন, সংরক্ষিত পদে ৬৯জন এবং সাধারন পদে ২১১জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ১৭ জন সদস্য প্রার্থী।

dhaka tribune ad2
আরও পড়ুন
আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।