রাঙামাটিতে ১১০ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

NewsDetails_01

রাঙামাটিতে ১১০ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী হাসিনা আক্তার আটক
রাঙামাটি শহরের রিজার্ভ বাজার এলাকার গীতাশ্রম কলোনী থেকে ১১০ বোতল ফেন্সিডিলসহ হাসিনা আক্তার(৩১) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
রাঙামাটি কোতোয়োলী থানা পুলিশ জানিয়েছেন,গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দুপুর দেড়টার দিকে রিজার্ভ বাজার হাসিনা আক্তারের নিজ বাসায় অভিযান চালিয়ে ১১০ পিস ফেন্সিডিলসহ তাকে আটক করা হয়েছে।
এদিকে, কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রশীদ বলেন, রাঙামাটিতে মাদক বিরোধী যে অভিযান চলছে তারই ধারাবাহিকতায় মাদক ব্যবসায়ী হাসিনা আক্তারকে গ্রেফতার করা হয়, তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা করা হবে।

আরও পড়ুন