খাগড়াছড়ির দীঘিনালা ও সদর উপজেলায় পাহাড়ি ও বাঙালিদের মধ্যে দফায় দফায় সংঘর্ষে তিনজন নিহত, বহু আহত ও ঘরবাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় রাঙামাটি শহরে পাহাড়ী-বাঙালীর মধ্যে সংঘাত ছড়িয়ে পড়ার কারনে রাঙামাটিতে আজ শুক্রবার ১৪৪ ধারা জারি করা হয়েছে।
রাঙামাটির জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোশারফ হোসেন খান শুক্রবার এক বিজ্ঞপ্তিতে জানায়, রাঙ্গামাটি পার্বত্য জেলার পৌরসভা এলাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে এবং জনগণের জান ও মাল ক্ষতিসাধনের আশঙ্কা রয়েছে।
সেহেতু আমি মোহাম্মদ মোশারফ হোসেন খান, জেলাপ্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, রাঙ্গামাটি পার্বত্য জেলা অদ্য ২০.০৯.২০২৪ খ্রি. তারিখ শুক্রবার দুপুর ১.০০ ঘটিকা হতে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত রাঙ্গামাটি পার্বত্য জেলার পৌরসভা এলাকায় ফৌজদারি কার্যবিধি ১৮৯৮ মোতাবেক ১৪৪ ধারা জারি করলাম। এ আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।