পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড কর্তৃক বাস্তবায়নাধীন পার্বত্য চট্টগ্রামের প্রত্যন্ত এলাকায় মিশ্র ফল চাষ প্রকল্পের আওতায় রাঙ্গামাটি সদর উপজেলাধীন প্রত্যন্ত গ্রামের ১৬০ জন কৃষকের মাঝে আজ শুক্রবার বিনামূল্যে বিভিন্ন ফলজ চারা ও সবজি বীজ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকল্পের প্রকল্প পরিচালক মোঃ শফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকল্পের রাঙ্গামাটি জেলার সহকারী প্রকল্প পরিচালক মোহাম্মদ কামরুজজামান। উন্নত জাতের আম, লিচু, মাল্টা, লেবু, বেল, লটকন, কলম্বো লেবু, নিম, মিষ্টি তেতুল, জলপাইসহ বিভিন্ন প্রজাতির প্রায় ছয় শতাধিক করে চারা প্রতিজন কৃষককে প্রদান করা হয়। প্রকল্প পরিচালক বলেন প্রদানকৃত এসকল চারা সঠিকভাবে রোপন ও রক্ষণাবেক্ষণ করা হলে পার্বত্য চট্টগ্রামে ব্যাপক ফল উৎপাদিত হবে। এতে পার্বত্য চট্টগ্রামের দরিদ্র কৃষকগণ আর্থিকভাবে লাভবান হতে পারবে এবং পার্বত্য চট্টগ্রাম তথা দেশে ফলের চাহিদা পূরণ করে বিদেশেও রপ্তানি করা সম্ভব হবে।