রাঙামাটি পৌরসভা এলাকায় অভিযান চালিয়ে ১৭ জুয়াড়িকে আটক করেছে আমর্ড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। গত বুধবার রাতে পৌরসভা কার্যালয় সংলগ্ন এলাকায় একটি বাড়িতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

রাঙামাটি এপিবিএন পুলিশ পরিদর্শক মোঃ আব্দুল বাতেন খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে এপিবিএন’র একটি দল পৌরসভা কার্যালয় সংলগ্ন এলাকায় একটি বাড়িতে অভিযান চালায়। অভিযানে জুয়া খেলা অবস্থায় ১৭ জুয়াড়িকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে বিভিন্ন ব্র্যান্ডের ২১ বান্ডেল তাস ও নগদ ১৬ হাজার ২শ’ টাকা জব্দ করে।
কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আরিফুল আমিন জানান, এপিবিএনের অভিযানে ১৭ জুয়াড়িকে আটক করে থানায় সোপর্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।