রাঙামাটি জেলায় গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রামগামী বিআরটিসি বাস থেকে ২০ লিটার চোলাই মদসহ ২ জনকে আটক করেছে রাঙামাটি মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের লোকজন। আজ শনিবার (১৭ আগস্ট) সকালে শহরের বনরুপা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, মধু সুধন চৌধুরী (৪৬) ও সুধাংশু চৌধুরী (৪৫)। তারা দুজনই রাঙামাটি পৌরসভার বাসিন্দা।
রাঙামাটি মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো: আব্দুল হামিদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সকাল ৭টায় অভিযান পরিচালনা করে রাঙামাটি থেকে চট্টগ্রামগামী বিআরটিসি বাসের দুই যাত্রীকে আটক করা হয়। এসময় তাদের সাথে থাকা ২০ লিটার চোলাই মদ জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে মামলা হয়েছে এবং পুলিশের হাতে তুলে দেয়া হয়েছে।