রাঙামাটিতে ২২০ দোকানসহ তিন’শ বসতঘর পুড়ে ছাই: নিহত ১

purabi burmese market

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলাধীন দূরছড়ি বাজারে অগ্নিকান্ড
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলাধীন দূরছড়ি বাজারে অগ্নিকান্ড
রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলাধীন দূরছড়ি বাজারে অগ্নিকান্ডে ২২০ ব্যবসা প্রতিষ্ঠানসহ অন্তত তিনশত ঘরবাড়ি সম্পূর্ন পুড়ে ছাই হয়ে গেছে। আগুনে শিখা সাহা (৫৫) নামে একজন প্যারালাইজ নারী মারা গেছেন বলে তার স্বজনরা নিশ্চিত করেছেন। বৃহস্পতিবার বেলা ১২ টার সময় এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, বেলা ১১টার সময় জনৈক সুবল দে’র লেপ তোষকের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহুর্তের মধ্যে আগুন চারিদিকে ছড়িয়ে পড়ে। প্রায় তিন ঘন্টাব্যাপী আগ্নিকান্ডের ঘটনায় বাজারের ২২০টি দোকানসহ আশেপাশের অন্তত ৩ শতাধিক ঘরবাড়ি সম্পূর্ন পুড়ে ছাই হয়ে গেছে।
দূরছড়ি ব্যবসায়ি সমিতির নেতা আনোয়ার ডাক্তার জানিয়েছেন, বাজারে তাদের হিসেব মতে ২২০টি দোকান রয়েছে, সেগুলোর একটিও রক্ষা পায়নি। তিনি দাবি করেছেন, আগুনে ব্যবসায়িদের অন্তত ২০ কোটি টাকার মতো ক্ষতি হয়েছে।
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলাধীন দূরছড়ি বাজারে অগ্নিকান্ড
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলাধীন দূরছড়ি বাজারে অগ্নিকান্ড
স্থানীয় ইউপি মেম্বার অলিন্দু চাকমা জানিয়েছেন, স্থানীয় ব্যবসায়ি সুবল দে’র লেপ তোষকের দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটে। তিনি জানান, আমি নিজেই প্রত্যক্ষ করেছি যে, আগুন লাগার সাথে সাথেই সুবল নিজ মোটর সাইকেল নিয়ে বাঘাইছড়ির দিকে পালিয়ে যাচ্ছিলো। নিজের দোকান পুড়ে যাচ্ছে অথচ সে পালিয়ে যাচ্ছে এটা সন্দেহের সৃষ্টি করেছে অনেকের কাছে।
প্রসঙ্গত,গতরাতে রাঙামাটি শহরের রাজবন বিহার এলাকায় এক অগ্নিকান্ডে ৩টি দোকান ও একটি বসতঘর পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

আরও পড়ুন
আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।