স্থানীয়রা জানান, বেলা ১১টার সময় জনৈক সুবল দে’র লেপ তোষকের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহুর্তের মধ্যে আগুন চারিদিকে ছড়িয়ে পড়ে। প্রায় তিন ঘন্টাব্যাপী আগ্নিকান্ডের ঘটনায় বাজারের ২২০টি দোকানসহ আশেপাশের অন্তত ৩ শতাধিক ঘরবাড়ি সম্পূর্ন পুড়ে ছাই হয়ে গেছে।
দূরছড়ি ব্যবসায়ি সমিতির নেতা আনোয়ার ডাক্তার জানিয়েছেন, বাজারে তাদের হিসেব মতে ২২০টি দোকান রয়েছে, সেগুলোর একটিও রক্ষা পায়নি। তিনি দাবি করেছেন, আগুনে ব্যবসায়িদের অন্তত ২০ কোটি টাকার মতো ক্ষতি হয়েছে।
প্রসঙ্গত,গতরাতে রাঙামাটি শহরের রাজবন বিহার এলাকায় এক অগ্নিকান্ডে ৩টি দোকান ও একটি বসতঘর পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।