রাঙামাটিতে ২৪ ঘণ্টার পরিবহন ধর্মঘট চলছে

NewsDetails_01

রাঙামাটিতে পরিবহন ধর্মঘট
রাঙামাটিতে পরিবহন ধর্মঘট
চট্টগ্রামের মতো রাঙামাটিতেও ২৪ ঘণ্টার পরিবহন ধর্মঘট চলছে। মঙ্গলবার সকাল ৬টা থেকে এ ধর্মঘট শুরু হয়। ধর্মঘটের কারণে রাঙামাটি থেকে দূরপাল্লার কোন যানবাহন ছেড়ে যায়নি। জেলা সড়কে সিএনজি চালিত অটোরিকশা চলাচলও বন্ধ রয়েছে। ফলে বিপাকে পড়েছেন সাধারণ মানুষ।
রাঙামাটি-চট্টগ্রাম মোটর মালিক সমিতির সভাপতি মঈনুদ্দীন সেলিম ও রাঙামাটি অটোরিকশা শ্রমিক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক শহিদুজ্জামান মহসিন রোমান বলেন, বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের ৯ দফা দাবি আদায়ে চট্টগ্রামের মতো আমরাও রাঙামাটিতে ধর্মঘট পালন করছি। তবে বিকল্প কোন বাহন না থাকায় জনসাধারণের দুর্ভোগ দূর করার জন্য রাঙামাটিতে ধর্মঘটের সময় কমিয়ে সন্ধ্যা পর্যন্ত রাখার চেষ্টা করছি।

আরও পড়ুন