রাঙামাটি-চট্টগ্রাম মোটর মালিক সমিতির সভাপতি মঈনুদ্দীন সেলিম ও রাঙামাটি অটোরিকশা শ্রমিক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক শহিদুজ্জামান মহসিন রোমান বলেন, বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের ৯ দফা দাবি আদায়ে চট্টগ্রামের মতো আমরাও রাঙামাটিতে ধর্মঘট পালন করছি। তবে বিকল্প কোন বাহন না থাকায় জনসাধারণের দুর্ভোগ দূর করার জন্য রাঙামাটিতে ধর্মঘটের সময় কমিয়ে সন্ধ্যা পর্যন্ত রাখার চেষ্টা করছি।