রাঙামা‌টিতে ২৫ দিন ব্যাপি কারাতে প্রশিক্ষণ শুরু

NewsDetails_01

রাঙামাটিতে মেয়েদের নিয়ে উইভের আয়োজনে ২৫ দিন ব্যাপি কারাতে প্রশিক্ষণ কোর্স শুরু হয়েছে। রাঙামা‌টির অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মাহমুদা বেগম প্রধান অতিথি হিসেবে এ প্র‌শিক্ষন কর্মসু‌চির উ‌দ্বোধন ক‌রেন।

এসময় প্রধান অ‌তি‌থি মাহমুদা বেগম বলেন, কারাতে একটা শিল্প, শরীরচর্চা ও আত্মরক্ষার একটা কৌশল। এটি শরীর গঠনের পাশাপাশি প্রচুর আত্মবিশ্বাস জোগাবে। আমাদের মেয়েদের এগিয়ে যাওয়ার ক্ষেত্রে প্রধান বাঁধা হলো তাদের মাঝে আত্মবিশ্বাসের অভাব। কারাতে আত্মবিশ্বাসকে জাগিয়ে তুলবে এবং মেয়েদের যেকোনো পরিস্থিতিতে আত্মরক্ষায় সহায়তা করবে।

NewsDetails_03

উ‌দ্বোধনী অনুষ্ঠা‌নে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমা বিনতে আমিন, কোতয়ালী থানার অফিসার ইনচার্জ কবির হোসেন, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন ইসলাম, রাঙামাটি প্রেস ক্লাবের সভাপতি সাখাওয়াত হোসেন রুবেল, বেসরকারী সংস্থা উইভের নির্বাহী পরিচালক নাউপ্রু মারমা,কারাতে প্রশিক্ষক জনাব যশস্বী চাকমা ।

উইমেন্স ভয়েস এন্ড লিডারশীপ বাংলাদেশ ও উইমেন এমপাওয়ারমেন্ট থ্রু লানিং লিডারশীপ এর উ‌দ্যো‌গে আত্মরক্ষার কৌশল আত্মবিশ্বাস বাড়াই, এই প্রতিপাদ্য সামনে রেখে ২৫ দিন ব্যাপী আত্মরক্ষারমূলক কারাতে প্রশিক্ষণে প্রায় অর্ধ শতা‌ধিক মে‌য়ে প্র‌শিক্ষনার্থী অংশ নি‌চ্ছে। প‌রে প্রশিক্ষনার্থীদের বিনামূল্যে পোশাক বিতরণ করা হয়েছে।

আরও পড়ুন