রাঙামাটিতে ৩য় দফায় ১৬ জনের করোনা রিপোর্টও নেগেটিভ এসেছে। এর আগে দুই দফায় ২০ জনের রক্তে করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে।

রাঙামাটিতে করোনা সন্দেহে এ পর্যন্ত ৪৬ জনের রক্তের নমুনা পাঠানো হয়েছে। এরমধ্যে সর্বশেষ ১৬ জনের রিপোর্ট আজ শনিবার (১১ এপ্রিল) নেগেটিভ এসেছে। বাকী ১০ জনের রিপোর্ট দুই একদিনের মধ্যে চলে আসবে। বিষয়টি নিশ্চিত করেছেন রাঙামাটি জেলা সিভিল সার্জন অফিসের করোনা ইউনিটের দায়িত্বপ্রাপ্ত ডা: গোলাম মোস্তফা।
তিনি আরো জানান, রিপোর্ট নেগেটিভ আসছে, এতে আত্মতুষ্টিতে ভোগার দরকার নেই। করোনা ভাইরাসের সবচেয়ে ভয়াবহ সময় পার করছি আমরা। এসময় সবাইকে সচেতন থাকতে হবে। সবাইকে শারীরিক দুরত্ব বজায় রেখে নিজ নিজ ঘরে অবস্থান করার অনুরোধ জানান ওই কর্মকর্তা।