রাঙামা‌টিতে ৩০ টাকা কেজিতে চাল বিক্রি শুরু

NewsDetails_01

রাঙামা‌টিতে টিসিবি কার্ডধারী ও সাধারণ ভোক্তাদের মধ্যে ওএমএস কর্মসূচির আওতায় ৩০ টাকা কেজিতে চাল বিক্রি শুরু হয়েছে।

আজ বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) সকালে রাঙামা‌টি স্টে‌ডিয়া‌মে এবং সাপছ‌ড়ি ইউ‌নিয়‌নে স্বল্প মূল্যে চাল বিক্রির উদ্বোধন করেন খাদ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোঃ হাবিবুর রহমান হোসাইনি।

NewsDetails_03

এ সময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক সাইফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক এস এম ফেরদৌস ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমা বিনতে আমিন, জেলা খাদ্য নিয়ন্ত্রক কানিজ জাহান বিন্দু,সাপছড়ি ইউপি চেয়ারম্যান প্রবীন চাকমা প্রমূখ।

যুগ্ম সচিব মোঃ হাবিবুর রহমান হোসাইনি বলেন, দরিদ্র ভোক্তা পর্যায়ে খাদ্য পণ্য সহজলভ্য করতে সরকার এ উদ্যোগ নিয়েছে। আশাকরি এর ফলে দরিদ্ররা উপকৃত হবেন।

খাদ্য অধিদফতর জানিয়েছে, প্রতিটি ওয়ার্ডে সপ্তাহে ৫ দিন ২ মেট্রিক টন চাল বিক্রি করা হবে।

আরও পড়ুন