রাঙামাটি সদরের মানিকছড়িতে ৩১ লিটার বাংলা মদসহ ২ নারীকে আটক করেছে রাঙামাটি থানা পুলিশ।

আজ শুক্রবার (৬ অক্টোবর) বেলা পৌনে ১১ টার দিকে মানিকছড়ি চেকপোষ্ট থেকে তাদের আটক করা হয়। আটকরা হলেন, চট্টগ্রাম পাহাড়তলী স্ক্রাব কলোনীর বাসিন্দা আনোয়ারা বেগম আনু (৫২) ও শিরিন বেগম (২৫)।
রাঙামাটি কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আরিফুল আমিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে মানিকছড়ি চেক পোস্টে অভিযান পরিচালনা করে ৩১ লিটার চোলাই মদ সহ ২জন নারীকে আটক করা হয়। আটককৃত নারীরা নিজেদের দেহে বিশেষ কায়দায় সংযুক্ত রেখে উক্ত মাদক বহন করে চট্টগ্রাম নিয়ে যাচ্ছিল। তাদের বিরুদ্ধে আগেও মাদক মামলা রয়েছে। মাদকের বিরুদ্ধে টিম কোতয়ালীর অভিযান অব্যাহত থাকবে বলে জানান ওসি।