রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য সাধন মনি চাকমা প্রধান অতিথি হিসেবে এ মেলার উদ্ভোধন করেন। উদ্ভোধন কালে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য সান্তনা চাকমা, বিসিকের মহা-ব্যবস্থাপক স্বপন কুমার ত্রিপুরা, কৃষি সম্প্রসারন বিভাগের উপ-পরিচালক রমনি কান্তি চাকমা’সহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।
উদ্ভোধন শেষে অতিথিরা মেলায় পসরা সাজিয়ে বসা স্টলগুলো পরিদর্শণ করেন। মেলায় বিভিন্ন পণ্যের মোট ৩৫টি স্টল বসানো হয়। মেলা প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে।