রাঙামাটিতে ৪দিন ধরে স্কুল ছাত্রী নিখোঁজ

NewsDetails_01

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় পূর্ণিমা দেবী চাকমা (১৮) নামে অষ্টম শ্রেণি পড়ুয়া এক স্কুল ছাত্রী গত চারদিন ধরে নিখোঁজ রয়েছে। সে উপজেলার বাঘাইছড়ি উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী। তার বাড়ি সাজেক ইউনিয়নের ৬ নং ওয়াডের মোনআদাম এলাকায়। সে মোনআদাম এলাকার শুশীল চন্দ্র চাকমার মেয়ে।

NewsDetails_03

গত ২৭ সেপ্টেম্বর সোমবার বিকাল ৬টায় বাঘাইছড়ি এলাকার কামিনী রঞ্জন চাকমার বাড়ী থেকে বের হয়ে চারদিন অতিবাহিত হলেও এখনো বাড়িতে ফেরেনি। পরিবারের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে না পেয়ে মেয়ের সন্ধান চেয়ে বুধবার (২৯ সেপ্টেম্বর) রাতে বাঘাইছড়ি থানায় একটি সাধারণ ডাইরি করেছে নিখোঁজ ছাত্রীর বাবা শুশীল চন্দ্র চাকমা।

বাঘাইছড়ি থানার উপ-পরিদর্শক সাইদ আসাদ সাধারণ ডাইরির বিষয়টি নিশ্চিত করে বলেন, পরিবারের পক্ষ থেকে অভিযোগ পাওয়ার পরপরই পুলিশের পক্ষ থেকে ব্যবস্থা নেয়ার পাশাপাশি নিখোঁজ ছাত্রীকে উদ্ধারে তৎপরতা শুরু করেছে পুলিশ।

আরও পড়ুন