রাঙামাটিতে ৪ জেএসএস নেতার ৪দিনের রিমান্ড মঞ্জুর

purabi burmese market

রাঙামাটির বাঘাইছড়ির উপজেলা চেয়ারম্যান বড়ঋষি চাকমা
রাঙামাটির বাঘাইছড়ির উপজেলা চেয়ারম্যান বড়ঋষি চাকমা
সাবেক সেনা সার্জেন্ট মুকুল চাকমা অপহরণ মামলায় রাঙামাটির বাঘাইছড়ির উপজেলা চেয়ারম্যান বড়ঋষি চাকমাসহ চার জেএসএস নেতাকে ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছে রাঙামাটির বিচারিক আদালত। রবিবার অপহরণ মামলায় পুলিশ বাঘাইছড়ির উপজেলা চেয়ারম্যান বড়ঋষি চাকমাসহ চার আসামীর ১০ দিনের রিমান্ড আবেদন করলে রাঙামাটির অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট সাবরিনা আলীর আদালত সব আসামীর ৪ দিন করে রিমান্ড মঞ্জুর করেন। গত ৩০ মে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার লাইল্যাঘোনা বক্ষাচাকমার বাড়ী হতে সেনাবাহিনীর সাবেক সার্জেন্ট মুকুল চাকমাকে তার বাড়ী থেকে অস্ত্রধারী সন্ত্রাসীরা অপহরণ করে নিয়ে যায়।
এই ঘটনায় তার পরিবার বাদী হয়ে বাঘাইছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান বড় ঋষি চাকমা, প্রভাত চাকমা, ত্রীদিব চাকমা ও অজয় চাকমা সহ ৯ জনকে আসামী করে মামলা দায়ের করে। বড় ঋষি চাকমা এই মামলায় হাই কোর্ট থেকে জামিনে ছিলো। জামিনের মেয়াদ শেষ হওয়ায় ২০ সেপ্টেম্বর হাজিরা দিতে আসলে আদালত তাকে কারাগারে প্রেরণ করে।
আজ ২৫ সেপ্টেম্বর রিমান্ড শুনানীর পর উপজেলা চেয়ারম্যান বড়ঋষি চাকমাসহ চার আসামীকে ৪ দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত।

আরও পড়ুন
আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।