রাঙামা‌টিতে ৪ হাজার মিটার কারেন্ট জাল জব্দ

NewsDetails_01

রাঙামা‌টির কাপ্তাই হ্রদে অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত ৪ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে ফেলা হয়েছে। এসব জালের আনুমানিক বাজার মূল্য প্রায় ৫ লক্ষ টাকা।

সদর উপ‌জেলা মৎস্য দপ্তরের উ‌দ্যো‌গে মৎস্য সুরক্ষা ও সংরক্ষন আইন বাস্তবায়নে এ অ‌ভিযান প‌রিচালনা করা হয়।

রাঙামা‌টি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমা বিনতে আমিন এসব তথ্য নিশ্চিত করেছেন।

NewsDetails_03

আজ বুধবার সকালে জেলা সদরের হ্যাচারী পাড়া এলাকা থে‌কে এসব জাল আটক করা হয়। জ‌ড়িত থাকার অ‌ভি‌যো‌গে মোঃ শা‌কিল (৩৫)ও মোঃ খোকন (৩৩) না‌মে দুইজনকে আর্থিক জ‌রিমানা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমা বিনতে আমিন জানান, দেশি প্রজাতির মা মাছসহ সব ধরনের মাছের প্রজনন নিরাপদ করতে নিষিদ্ধ কারেন্ট জালের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এ ক্ষেত্রে আইন ভঙ্গকারীদের কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।

এসময় সি‌নিয়র সদর উপ‌জেলা মৎস্য কর্মকর্তা শেখ মোঃ এরশাদ বিন শহীদ, উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যাল‌য়ের গোপনীয় সহকারী (সিএ) সুজন কুমার দে, মৎস্য অ‌ফি‌সের ক্ষেত্র সহকারী মিথুল দেওয়ান প্রমূখ উপ‌স্থিত ছি‌লেন।

আরও পড়ুন