রাঙামা‌টিতে ৮টি দোকান আগু‌নে পু‌ড়ে ছাই

রাঙামা‌টিতে মধ্যরা‌তে আগু‌নে ৮‌টি দো‌কান পু‌ড়ে গে‌ছে। গত বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দি‌কে রাঙামা‌টি সদ‌রের বালুখালী ইউনিয়নে ৪নং ওয়ার্ড কাইন্দ্যা এগুজ্জ্যাছড়ি গ্রা‌মে এ অ‌গ্নিকা‌ন্ডের ঘটনা ঘ‌টে। বালুখালী ইউপি চেয়ারম্যান অমর কুমার চাকমা বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ছেন।

NewsDetails_03

তি‌নি জানান, ইউনিয়‌নের দুর্গম কাইন্দা এগুজ্জ্যাছ‌ড়ি গ্রা‌মে মধ্যরা‌তে আগু‌নে পু‌ড়ে ৮‌টি দোকান পু‌ড়ে গে‌ছে। কিভা‌বে অ‌গ্নিকা‌ন্ডের সুত্রপাত হ‌য়ে‌ছে তা জানা যায়‌নি। যাতায়া‌তে অ‌তি দুর্গম এ গ্রাম‌টি‌তে মোবাইল নেটওয়ার্ক পাওয়া যায় না। যার ফ‌লে ফায়ার সা‌র্ভি‌সের সহ‌যো‌গিতা নেওয়া যায়‌নি।

ক্ষ‌তিগ্রস্থ দোকান মা‌লিকরা জানি‌য়ে‌ছেন, গ্রা‌মে ধার‌দেনা ক‌রে অল্পপু‌ঁজি‌তে ব্যবসা কর‌ছি। অ‌গ্নিকা‌ন্ডে কোন কিছুই বাঁচা‌নো যায়‌নি। প্রায় ২০ লক্ষ টাকার ক্ষ‌তি হ‌য়ে‌ছে ব‌লে জানান তারা।

আরও পড়ুন