এদিকে, সোমবার দুপুরে জেলা প্রশাসক,পুলিশ সুপার ও রাঙামাটি পৌর মেয়র রাঙামাটি সরকারী কলেজে,রাঙামাটি বেতার আশ্রয় কেন্দ্রগুলো পরিদর্শন করেছেন এবং তাদের খোঁজ খবর নেন। সরকারের পক্ষ থেকে সকল প্রকার সহযোগিতা করা হবে বলে আশ্বাস প্রদান করা হয়। পরিদর্শন শেষে রাঙামাটি সরকারি কলেজের আশ্রয় কেন্দ্র আশ্রিতদের সাখে দুপুরের মধ্যাহ্ন ভোজে অংশ গ্রহন করেন জেলা প্রশাসকসহ অন্যান্যরা।
মধ্যহ্ন ভোজ অংশ নিতে আসা জেলা প্রশাসক মোহাম্মদ মানজারুল মান্নান জানান, আমরা এসব মানুষের জন্য আজকের দিকে সুুস্বাদু তিন বেলা খাবারের ব্যবস্থা করেছি। এছাড়া ঈদের আগের দিন তাদের মাঝে নতুন পোশাক বিতরণ করা হয়েছে। এক প্রশ্নের জবাবে তিনি জানান, আমাদের পরবর্তী লক্ষ হচ্ছে আশ্রিত এসব মানুষের জন্য খুব দ্রুত পুর্নবাসন ব্যবস্থা করা। তবে দিন শেষে এসব কিছুর পরও কথা থেকে যায় তারা কি পাবে তাদের হারানো স্বজন ও বসতভিটা। এনিয়ে তাদের দুচোখে দুশ্চিন্তা ভর করেছে।