রাঙামাটির কাপ্তাইয়ে অগ্নিকান্ডে ২৬ বসতঘর পুড়ে ছাই, প্রায় ২ কোটি টাকার ক্ষয়ক্ষতি

purabi burmese market

Rangamati pic-21-8-16রাঙামাটির কাপ্তাই উপজেলার রাইখালীতে ভয়াবহ অগ্নিকান্ডে ২৬ টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। রবিবার দুপুর পৌনে ১ টার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে রবিবার দুপুরের দিকে রাইখালীর বাসিন্দা জনৈক দিলীপ এর বাসার চুলার আগুন থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হতে পারে। কাপ্তাইয়ের ফায়ার সার্ভিস ও চট্টগ্রামের রাঙ্গুনিয়ার ফায়ার সার্ভিস ইউনিট দুটির প্রায় আড়াই ঘন্টা চেষ্টার ফলে আগুন নিয়ন্ত্রনে এসেছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।
কাপ্তাই উপজেলা চেয়ারম্যান দিলদার হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, রাইখালীতে অগ্নিকান্ডে ২৬ বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে,প্রায় ২ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। বর্তমানে ঘটনাস্থল পরিদর্শন করছেন কাপ্তাই উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কর্মকর্তারা।

আরও পড়ুন
আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।