আজ সোমবার রাঙামাটির কাপ্তাই উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে ২ নং রাইখালি ইউনিয়ন পরিষদ মিলনায়তনে বাল্যবিবাহ,যৌতুক, নারী ও শিশু নির্যাতন এবং পাচার রোধে এক মহিলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিকুল আলম একথা বলেন।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সিথি চাকমার সঞ্চালনায় ২ নং রাইখালি ইউপি চেয়ারম্যান সায়ামং মার্মার সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হোসনে আরা বেগম, সাবেক উপজেলা চেয়ারম্যান অংসুইচাইন চৌধুরী এবং উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সুব্রত বিকাশ তংচংগ্যা। সমাবেশে রাইখালি ইউনিয়নের মহিলা জনপ্রতিনিধি এবং বিভিন্ন ওয়ার্ড থেকে মহিলারা অংশ নেন।