রাঙামাটির কাপ্তাই হ্রদে প্রাকৃতিক প্রজনন নিশ্চিত করতে সকল প্রকার মাছ শিকার, পরিবহন ও বাজারজাতকরণে নিষেধাজ্ঞা জারি করেছে জেলা প্রশাসন।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, মাছের সুষ্ঠু প্রাকৃতিক প্রজনন, বংশ বিস্তার ও উৎপাদন বাড়ানোর লক্ষ্যে দক্ষিণ-পূর্ব এশিয়ার সর্ববৃহৎ এই কৃত্রিম জলরাশিতে সব ধরনের মাছ শিকার, আহরণ, বাজারজাত ও পরিবহনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে রাঙামাটি জেলা প্রশাসন। আজ সোমবার মধ্যরাত থেকে এই আদেশ কার্যকর করা হবে।
আগামী তিন থেকে সাড়ে তিন মাস পর্যন্ত মাছ শিকারের নিষেধাজ্ঞা থাকবে।মাছের সুষ্ঠু প্রাকৃতিক প্রজননের স্বার্থে রাঙামাটি জেলা প্রশাসক একেএম মামুনুর রশিদ এ আদেশ দেন।
আদেশ বলা হয়, মাছের ডিম ছাড়ার মৌসুম শুরু হওয়ায় হ্রদে মাছের সুষ্ঠু প্রাকৃতিক প্রজনন ও বিকাশের স্বার্থে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা থাকবে।
রাঙামাটি মৎস্য উন্নয়ন কর্পোরেশন থেকে বলা হয়, আগামী তিন থেকে সাড়ে তিন মাস পর্যন্ত কাপ্তাই হ্রদে মাছ শিকারের নিষেধাজ্ঞা থাকবে। এ সময় মাছ শিকার বন্ধে কাপ্তাই হ্রদে মোবাইল কোর্ট পরিচালনা এবং স্থানীয় সব বরফ কল বন্ধ থাকবে।