রাঙামা‌টির জুরাছ‌ড়িতে অগ্নিকান্ডে পুড়েছে ৪৬ দোকান ও বসতঘর

NewsDetails_01

রাঙামা‌টির জুরাছ‌ড়ির উপ‌জেলা সদরে অ‌গ্নিকা‌ন্ডে ৪৬‌টি দোকান ও বসতঘর আগুনে পুড়ে গে‌ছে।

গত র‌বিবার (৯ অ‌ক্টোবর) দুপুর সা‌ড়ে ৩টার দিকে অ‌গ্নিকা‌ন্ডের এ ঘটনা ঘটে। আগুনে অন্ততঃ ৫ কো‌টি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে ব‌লে ভুক্ত‌ভোগীরা জানান।

NewsDetails_03

জানা গে‌ছে, দুপুর সাড়ে ৩টার দি‌কে আগু‌নের সুত্রপাত হয়। মুহু‌র্তের ম‌ধ্যে আগুন ছ‌ড়ি‌য়ে প‌ড়ে এবং বাজা‌রের প্রায় ৪৬‌টি দোকান ও বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। কাপ্তাই হ্রদ‌বে‌ষ্ঠিত দুর্গম এ উপ‌জেলায় ফায়ার সা‌র্ভি‌সের কোন স্টেশন না থাকায় স্থানীয়‌দের সহায়তায় সেনাবাহিনী, পু‌লিশ প্রায় দুই ঘণ্টার প্রচেষ্টায় নিয়ন্ত্রণে আনে আগুন। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ত‌বে, আগু‌নের সুত্রপাত কিভা‌বে হ‌য়ে‌ছে জানা যায়‌নি।

জুরাছ‌ড়ি উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা জীতেন্দ্র কুমার নাথ অ‌গ্নিকা‌ন্ডের বিষয়‌টি নি‌শ্চিত করে বলেন, উপ‌জেলায় ফায়ার সা‌র্ভি‌সের ইউনিট থাক‌লে ক্ষয়ক্ষ‌তি কম হ‌তো।

আরও পড়ুন