রাঙামাটির দুর্গাপুজাতে থাকবে কঠোর নিরাপত্তা ব্যবস্থা : পুলিশ সুপার
আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে জেলা পুলিশের পক্ষ থেকে যাবতীয় নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। আমাদের নিরাপত্তা পরিকল্পনার পাশাপাশি পূজা উদযাপন কমিটি সহ মনোনয়নকৃত স্বেচ্ছাসেবকগণকেও সজাগ থাকতে হবে।
আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে গত বৃহস্পতিবার পুলিশ সুপারের সাথে পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় রাঙামাটির পুলিশ সুপার মীর আবু তৌহিদ এ কথা বলেন। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন, পুলিশ সুপার মীর আবু তৌহিদ, বিপিএম(বার)।
তিনি বলেন, দুর্গাপূজা উপলক্ষ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো গোষ্ঠী/স্বার্থান্বেষী মহল যাতে মিথ্যা গুজব বা উস্কানিমূলক প্রচার-প্রচারণার মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চেষ্টা চালাতে না পারে সে লক্ষ্যে স্যোশাল মিডিয়া প্লাটর্ফমসমূহ সার্বক্ষণিক মনিটরিং করবে জেলা পুলিশের বিশেষ সাইবার ক্রাইম মনিটরিং সেল।
পুলিশ সুপার বলেন, আমাদের মোতায়েনকৃত পুলিশ ছাড়াও সাদা পোশাকে ডিবি ও ডিএসবি মাঠে কাজ করবে। প্রত্যেকটা পূজামন্ডপে সিসি ক্যামেরার ব্যবহার নিশ্চিত করতে হবে। আপনারা আমাদেরকে যতবেশি তথ্য দিয়ে সহায়তা করবেন তত বেশি নিরাপদ ও সুন্দর পরিবেশ নিশ্চিত করা সম্ভব।
এসময় তিনি আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে ধর্ম, বর্ণ, পেশা, শ্রেণী নির্বিশেষে সকলের সহযোগিতা কামনা করেন।
এসময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ,পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।