রাঙামাটির বরকলে পাহাড়ি ঢলে ভেসে গিয়ে একজন নিখোঁজ

NewsDetails_01

রাঙামাটির বরকল উপজেলায় পাহাড়ি ঢলে ভেসে গিয়ে একজন নিখোঁজ হয়েছে। তার নাম সরল মুনি চাকমা (৬৫)। গত সোমবার স্রোতের পানিতে ভেসে গিয়ে নিখোঁজ হন তিনি।
ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, নোয়াদাম গ্রামের মৃত বাজি গুচ্ছে চাকমার ছেলে সরল মুনি চাকমা তার আত্মীয়ের বাড়িতে সোমবার দুপুরে দাওয়াত খেতে যায়। সেখান থেকে নিজের বাড়িতে ফেরার সময় পাহাড়ি ছড়ার পানির স্রোতে ভেসে যায়। হারিয়ে যাওয়ার পর থেকে অনেক খোজাঁখুজির পরে ও তাকে পাওয়া যায়নি। সরল মুনি চাকমা বর্তমানে নিখোঁজ রয়েছে।
এ ব্যাপারে বড় হরিণা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নিলাময় চাকমা ঘটনার সত্যটা স্বীকার করে জানান, টানা কয়েক দিন বৃষ্টির কারনে কাপ্তাই হ্রদের পানির পাশাপাশি পাহাড়ি ছড়া ও ঝর্ণার পানি বেড়ে তীব্র স্রোতের সৃষ্টি করেছে। সরল মুনি চাকমা বাড়ির পাশে ছড়া পাড় হওয়ার সময় স্রোতের পানিতে ভেসে যায়। অনেক খোজাঁখুজির পরেও এখন ও পর্যন্ত তাকে পাওয়া যায়নি বলে চেয়ারম্যান জানিয়েছেন।

আরও পড়ুন