রাঙামাটির বাঘাইছড়িতে ২ নারীকে গলা কেটে হত্যা

NewsDetails_01

রাঙামাটি পার্বত্য জেলার বাঘাইছড়ি উপজেলায় দুই নারীকে গলা কেটে নির্মম ভাবে হত্যা করা হয়েছে, আজ বৃহস্পতিবার সন্ধ্যায় এই ঘটনা ঘটে বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহতরা হলেন,বাঘাইছড়ির তুলাবান ইউনিয়নের বাসিন্দা স্থানীয় হেডম্যান ওমিয় খীসার স্ত্রী কল্পনা চাকমা (৬৭) এবং তার ছোট ভাই ধনবিন্দু খিসার স্ত্রী বিন্দা চাকমা (৫০)। তারা দুইজন দুই ভাইয়ের স্ত্রী।
নিহত কল্পনা চাকমার স্বামী হেডম্যান ওমিয় খীসা বলেন, আমরা সকালে বাইয়ে যাওয়া সময় তারা দুইজন বাসায় ছিল। সন্ধ্যায় বাসায় ফিরে আসার পর দেখি ঘরের তালা বন্ধ। পরে স্থানীয়দের সহযোগিতায় তালা ভেঙে দেখি তাদের গলা কাটা লাশ পড়ে আছে। ঘরের সব জিনিস-পত্র এলোমেলো অবস্থায় পড়ে আছে। ধারণা করা হচ্ছে চুরি বা ডাকাতির উদ্দেশে আসার পর বাধা দেওয়ায় বা চিনে ফেলার কারণে তাদের হত্যা করা হয়েছে।
এদিকে ঘটনার সত্যতা নিশ্চিত করে বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন জানান, সংবাদ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে গেছে, তদন্ত করে বলা যাবে কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে।

আরও পড়ুন