রাঙামাটির বাঘাইছড়ির দূরছড়ি বাজারে অগ্নিকাণ্ডে ৬৯ দোকান পুড়ে ছাই
৪০ কোটি টাকার ক্ষয়ক্ষতি
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার ঐতিহ্যবাহী দুরছড়ি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬৯টি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে। আজ বৃহষ্পতিবার (২১ জুলাই) সকাল পৌনে ১০টায় এ অগ্নিকাণ্ডের সুত্রপাত হয়।
স্থানীয়রা সুত্রে জানা গেছে, বাজারের একটি জ্বালানী তেলের দোকান থেকে আগুনের সুত্রপাত হলে মুহুর্তে আগুন ছড়িয়ে পড়লে বাজারের একপাশের ৬৯ টি দোকান পুড়ে ছাই হয়ে যায়।
বাঘাইছড়ি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবুল কাইয়ুম জানান, বাজারটি কাপ্তাই হ্রদের মাঝে বিচ্ছিন্ন দ্বীপে হওয়ায় ফায়ার সার্ভিসের কোন গাড়ি সেখানে পৌঁছাতে পারেনি। তবে অগ্নিকান্ডের শেষের দিকে খাগাড়ছড়ির দীঘিনালা থেকে ফায়ার সার্ভিসের একটি বোট পাম্প মেশিন নিয়ে এবং সেনাবাহিনী, বিজিবি ও স্থানীয়রা চেষ্টা চালিয়ে প্রায় ৩ ঘন্টা পর আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়। আগুন নেভাতে গিয়ে ৫জন আহত হয়েছে বলে জানা গেছে। ব্যবসায়ীদের দাবি অগ্নিকাণ্ডে অগ্নিকান্ডে প্রায় ৪০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
দূরছড়ি বাজারটি লংগদু ও বাঘাইছড়ি উপজেলার মধ্যবর্তি বৃহৎ বাণিজ্যিক কেন্দ্র। বাজারে তিন শতাধিক দোকান রয়েছে। এর আগেও দুই বার বাজারটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানান ব্যবসায়ীরা।