রাঙামাটির বাঘাইছড়ি পৌরসভা নির্বাচনে ভোট গ্রহণ শুরু

নতুন নির্বাচন কমিশনের অধীনে আজ শনিবার রাঙামাটির বাঘাইছড়ি পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। শনিবার সকাল থেকে ভোটাররা ভোট কেন্দ্রে লাইনে দাড়িয়ে সুশৃঙ্খলভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে দেখা গেছে।এদিকে, নির্বাচনকে ঘিরে কঠোর নিরাপত্তা জোরদার করেছে উপজেলা প্রশাসন। মাঠে রয়েছে র‌্যাব, বিজিবি ও অতিরিক্ত পুলিশ। এবারের বাঘাইছড়ি পৌরসভার নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী জাফর আলী খান, বিএনপির মনোনীত প্রার্থী ওমর আলী এবং স্বতন্ত্র প্রার্থী আজিজুর রহমান আজিজ প্রতিদ্বন্ধিতা করছেন। এছাড়াও ৯টি ওয়ার্ডে কাউন্সিলর পদে ২৫ জন, সংরক্ষিত আসনে ৬ জন প্রতিদ্ধন্ধিতা করছেন । পৌর সভায় মোট ভোটার রয়েছে ১০ হাজার ১শ ৭৭ জন। মোট ৯টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।

আরও পড়ুন