রাঙামাটির বিলাইছড়িতে আওয়ামী লীগের শোক দিবস পালন
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় শোক র্যালী, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শোক দিবস উপলক্ষে আজ বুধবার (২৩ আগষ্ট) সকাল ১১টায় বিলাইছড়ি উপজলা আওয়ামীলীগ ও সহযাগী অঙ্গ-সংগঠনর উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে আলাচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
কিলাইছড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি অভিলাষ তংচঙ্গ্যার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এস এম শহীদুল ইসলামের সঞ্চালনায় আলাচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রিয় আওয়ামী লীগের কার্য্যনির্বাহী সদস্য ও রাঙামাটি জেলা আওয়ামী লীগের সভাপতি দীপংকর তালুকদার এমপি।

এসময় বঙ্গবন্ধু হত্যার সঙ্গে জড়িত পলাতক আসামিদের গ্রেফতার করে শাস্তি কার্যকর করার জোর দাবি জানিয়ে সভায় দীপংকর তালুকদার এমপি বলেন, ঘাতকচক্র বঙ্গবন্ধু শেখ মুজিবক হত্যা করলেও তার স্বপ্ন ও আদর্শের মৃত্যু ঘটাতে পারেনি। খুনিরা ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে হত্যা করে দেশের অগ্রগতিকে থামিয়ে দেওয়ার চেষ্টা করেছিল। কিন্তু সকল ষড়যন্ত্র বৃথা করে দিয়ে বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে উন্নয়নের রোল মডেল হিসেবে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছেন।
এসময় আলাচনা সভায় রাঙামাটি জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী কামাল উদ্দিন, যুগ্ম সম্পাদক সন্তোষ কুমার চাকমা, মমতাজুল হক মমতাজ, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক রেমলিয়ানা পাংখোয়া, সদস্য আবু তৈয়বসহ উপজেলার নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
আলাচনা সভা শেষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এর আগে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ জাতীয় চারনেতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।