রাঙামাটির রাজবন বিহারে কঠিন চীবর দানোৎসব শুরু

NewsDetails_01

রাঙামাটির রাজবন বিহারে কঠিন চীবর দানোৎসব
রাঙামাটির রাজবন বিহারে কঠিন চীবর দানোৎসব
রাঙামাটির রাজবন বিহারে শুরু হয়েছে পার্বত্য চট্টগ্রামের বৌদ্ধ ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব দানোত্তম কঠিন চীবর দান। বৃহস্পতিবার বিকালে দুদিন ব্যাপী এ উৎসব উদ্বোধন করেন চাকমা সার্কেল চীফ ব্যারিষ্টার দেবাশীষ রায়। অনুষ্ঠানকে ঘিরে রাঙামাটি শহরে উৎসবের আমেজে পরিণত হয়েছে, রাজবিহার প্রাঙ্গনে বসেছে মেলা।
৪৩তম কঠিন চীবর দানোৎসবের প্রথম দিনে ২৪ ঘন্টার মধ্যে চরকা সূতা কাটা থেকে কাপড় তৈরীর জন্য বেইন ঘর উদ্ভোধন ও পঞ্চশীল প্রদান করেন রাঙামাটি রাজবন বিহারের ভিক্ষু-সংঘের প্রধান শ্রীমৎ প্রজ্ঞালংকার মহাস্থবির। শুক্রবার তৈরীকৃত চীবর (রং বস্ত্র) ধর্মীয় অনুষ্ঠানিকতার মাধ্যমে ভিক্ষু সংঘের উদ্দেশ্য দান করার মধ্য দিয়ে এ উৎসবের সম্পন্ন হবে। এ অনুষ্ঠানে কয়েক লক্ষাধিক ধর্মপ্রান মানুষের অংশগ্রহন করার সম্ভাবনা রয়েছে।
উল্লেখ্য, প্রায় আড়াই হাজার বছর আগে ভগবান গৌতম বুদ্ধের জীবব্দশায় মহাপূর্নবতী বিশাখা কর্তৃক প্রবর্তিত ২৪ ঘন্টার মধ্যে সূতা কাটা শুরু করে কাপড় বুনন, সেলাই ও রং করাসহ যাবতীয় কাজ সম্পন্ন করে বৌদ্ধ ভিক্ষুদের দান করা হয় বলে একে কঠিন চীবর দান হিসেবে অভিহিত করা হয়।

আরও পড়ুন