রাঙামাটির রাজস্থলীতে উন্নয়ন মেলা সম্পন্ন

purabi burmese market

রাঙামাটির রাজস্থলীতে উন্নয়ন মেলা সম্পন্ন
রাঙামাটি জেলার রাজস্থলী উপজেলা প্রশাসনের উদ্যোগে ৩দিন ব্যাপী উন্নয়ন বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে। গত শনিবার সন্ধ্যা ৭ ঘটিকার সময় উপজেলা গণমিলনায়তনে সমাপনী সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মুশফিকুর রহমান, প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান উথিনসিন মারমা, বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অংনুচিং মারমা, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পুচিংমং মারমা, মহিলা এমপি প্রতিনিধি লংবতি ত্রিপুরা প্রমুখ। সভায় সরকারী ও বেসরকারি কর্মকর্তা ও ইউপি চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন। মেলায় অংশ গ্রহণকারী ৩০টি স্টলের মধ্য থেকে ১০টি স্টল প্রধানকে পুরস্কৃত করা হয়।

আরও পড়ুন
আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।