রিজার্ভ বাজার এলাকায় শোভাযাত্রার নেতৃত্ব দেন জেলা পরিষদ সদস্য ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মো. মুছা মাতব্বর। এসময় নব নির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান শহীদুজ্জামান মহসীন রোমান, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনসুর আলী, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শফিউল আজম, সাবেক জেলা পরিষদ সদস্য মনিরুজ্জামান মহসীন রানা, প্রবীন সাংবাদিক সুনীল কান্তি দেসহ সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন। শোভাযাত্রা শেষে শিশু নিকেতন মাঠে পান্তা উৎসব, যেমন খুশি তেমন সাঁজো প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে বীর মুক্তিযোদ্ধা শহীদ শুক্কুর স্টেডিয়ামে জনপ্রিয় ব্যান্ড আভাসের শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন।