রাঙামাটির লংগদু উপজেলায় দুর্বৃত্তের গুলিতে দুই ইউপিডিএফ কর্মী নিহত হওয়ার খবর পাওয়া গিয়েছে।
আজ শনিবার সকালে উপজেলার বড়হাড়িকাবা ভালেদি ঘাটে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, উপজেলার ধুধুকছড়া বড় হাড়িকাবা গ্রামের লেংগ্যা চাকমার ছেলে ধন্যমনি চাকমা (৩৫) ও লংগদুর কাট্টলির কুকিছড়া গ্রামের সময়মনি চাকমার ছেলে বিদ্যা ধন চাকমা ওরফে তিলক (৪৫)।

জানা গেছে, সকাল আটটার দিকে বড়হাড়িকাবার ভালেদি ঘাট এলাকায় একদল স্বশস্ত্র দুর্বৃত্ত ইউপিডিএফ সদস্য বিদ্যা ধন চাকমা ওরফে তিলক ও ধন্য মনি চাকমার ওপর হামলা চালিয়ে হত্যা করে পালিয়ে যায়।
ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)-এর রাঙামাটি জেলা ইউনিটের সংগঠক সচল চাকমা ঘটনার সত্যতা নিশ্চিত করে জেএসএসকে দায়ী করে বিচার দাবি করেছেন।
রাঙামাটির পুলিশ সুপার মীর আবু তৌহিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থলে রওনা দিয়েছে। দুর্গম এলাকা যেহেতু বিস্তারিত পরে জানা যাবে