রাঙামা‌টির লংগদুতে বিদ্যুৎস্পৃষ্টে নারীর মৃত্যু

NewsDetails_01

রাঙামাটির লংগদু উপজেলায় বিদ্যুতা‌য়িত হ‌য়ে এক নারীর মৃত্যুর খবর পাওয়া গেছে। আজ সোমবার (২৬ আগস্ট) সকা‌লে এ ঘটনা ঘটে। নিহ‌তের নাম সোনালী তালুকদার (৫৬)। তি‌নি উপ‌জেলার বামে আটারকছড়া গ্রামের যুবেদ কান্তি চাকমার স্ত্রী।

NewsDetails_03

স্থানীয়রা জানান, সোনালী তালুকদার সকালে নিজ বাড়িতে ফ্রিজের তারে অসাবধানতাবশত স্পৃষ্টে বিদ্যুতায়িত হন। পরে পরিবারের অন্য সদস্যরা এসে ঘরের বিদ্যুৎ সংযোগ বন্ধ করেন। ওই নারীকে উপজেলার ইবনে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে আসা হলে কর্মরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে ব‌লেন, নিজের ঘরে বিদ্যুতায়িত হয়ে এক নারীর মৃত্যু হয়েছে। কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

আরও পড়ুন