রাঙামাটির লংগদুতে যুবকের লাশ উদ্ধার

রাঙামাটির লংগদু উপজেলা থেকে বাবুল মিয়া (৪২) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার গোলসাখালী ইউনিয়নের রহমতপুর এলাকা থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয় ও স্বজনরা জানান, গত বুধবার রাত ১২টার দিকে বোন জামাইয়ের দোকানে টিভিতে বিশ^কাপ ফুটবলের খেলা দেখে বাড়ির পথে রওনা হন বাবুল মিয়া। এর পর থেকে তার কোন খোঁজখবর পাওয়া যাচ্ছিল না। বৃহস্পতিবার সকাল ৬টার দিকে রাস্তার পাশে একটি লাশ পড়ে থাকতে দেখেন মক্তবে আরবী পড়তে যাওয়া শিশুরা। পরে খবর পেয়ে স্থানীয়রা বাবুলের লাশ শনাক্ত করে পুলিশকে খবর দিলে লংগদু থানা পুলিশ এসে বাবুলের লাশ উদ্ধার করে।

বাবুল মিয়ার বোন জামাই ফুল মিয়া জানান, বুধবার রাতে খেলা দেখে বাড়িতে যাওয়ার কথা বলে বের হয়ে যায় বাবুল। সকালে রাস্তার পাশে তার মরদেহ পড়ে থাকার খবর শুনি। তার ধারনা, পুর্ব শত্রুতা অথবা টাকা পয়সার লেনদেন নিয়ে খুন হতে পারে বাবুল মিয়া।

রাঙামাটির অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদা বেগম বলেন, বাবুল মিয়ার লাশ উদ্ধার করেছে পুলিশ, আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

আরও পড়ুন