রাঙামাটির সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা

করোনা ভাইরাসের কারনে রাঙামাটির সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। আজ বুধবার (১৮মার্চ) রাতে এই ঘোষনা দেওয়া হয়।

NewsDetails_03

রাঙামাটির জেলা প্রশাসক একেএম মামুনুর রশীদ জানান,পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত এই নির্দেশনা বহাল থাকবে। এ বিষয়ে সংশ্লিষ্ট সকলের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন তিনি।

প্রসঙ্গত, করোনা ভাইরাসের কারনে আজ বুধবার বিকালে রাঙামাটিতে পর্যটকদের ভ্রমনে নিরুৎসাহিত করে জেলা প্রশাসন, পরে সরকারের পর্যটন মন্ত্রণালয়ের আদেশে জেলার সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষনা করা হয়েছে।

আরও পড়ুন