রাঙামাটির সাজেকে দুর্বৃত্তের গুলিতে নিহত ১

NewsDetails_01

রাঙামাটির সাজেকে দুর্বৃত্তের গুলিতে সুখেন চাকমা (২১) নামে একজন নিহত হয়েছেন। আজ বুধবার (৩০ নভেম্বর) সকালে বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের নিউলংকর দাড়িপাড়ার মিডপয়েন্ট এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনায় সজীব চাকমা নামে আরো একজন গুলিবিদ্ধ হয়েছেন। সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

NewsDetails_03

স্থানীয় সুত্রে জানা গেছে, চাচাতো ভাই সজীব চাকমাকে নিয়ে নিজের মোটরসাইকেল চালিয়ে সুখেন চাকমা নিউলংকর দাড়িপাড়া গ্রামে যাওয়ার পথিমধ্যে তাদেরকে লক্ষ্য করে একদল দুর্বৃত্ত গতিরোধ করে গুলি ছুড়ে পালিয়ে যায়। স্থানীয়রা গুলিবিদ্ধ দুইজনকে উদ্ধার দীঘিনালা উপজেলা হাসপাতালে নিয়ে যাওয়ার পথে সুখেন চাকমা মারা যান। গুলিবিদ্ধ সজীব চাকমা দীঘিনালা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সুখেন চাকমা ও সজীব চাকমা দুইজনই সম্পর্কে চাচাতো ভাই। তারা ভাড়ায় মোটরসাইকেল চালান। দুজনের মধ্যে নিহত সুখেন চাকমা সাজেক ইউনিয়নের মিডপয়েন্ট গ্রামের মঙ্গল চাকমার ছেলে এবং গুলিবিদ্ধ সজীব চাকমা একই গ্রামের বিধুমঙ্গল চাকমার ছেলে। সুখেন ও সজীব জেএসএসের সমর্থক বলে স্থানীয় সুত্রে জানা গেছে।

আরও পড়ুন