রাঙামাটির সাজেকে যুবককে কুপিয়ে হত্যা

রাঙামাটি জেলার বাঘাইছড়ির উপজেলার সাজেক ইউনিয়নে ভাগ্যধন চাকমা (৩৩) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত ভাগ্যধন ওই ইউনিয়নের দুর্গম নাঙ্গলপাড়ার মৃত বরুণ বিকাশ চাকমার ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার (২০ জানুয়ারি) দিনগত রাতে নাঙ্গলপাড়ায় নিজ শয়ন কক্ষে ঘুম থেকে ডেকে তুলে ভাগ্যধন চাকমাকে কাজের কথা বলে নিয়ে যান পাঁচ-ছয়জনের একদল দুর্বৃত্ত। এরপর মঙ্গলবার সকালেও বাড়ি না ফেরায় স্বজনরা তার খোঁজ শুরু করে। পরে দুপুরের দিকে বাড়ির থেকে আনুমানিক তিন কিলোমিটার দূরে ভাগ্যধন চাকমার ক্ষত-বিক্ষত মরদেহ পড়ে থাকতে দেখে তারা থানায় খবর দেয়। পরে পুলিশ মরদেহটি উদ্ধার করার পর ময়নাতদন্তের জন্য পার্শ্ববর্তী জেলা খাগড়াছড়ি জেনারেল হাসপাতাল মর্গে পাঠান।

NewsDetails_03

সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.ইসরাফিল বলেন,মঙ্গলবার বিকেল পর্যন্ত এ ঘটনায় থানায় কোনো অভিযোগ দায়ের করা হয়নি।

নিহতের স্ত্রী জবারাণী চাকমা (২৭) জানান, ভোররাতে সাত-আটজনের একদল অস্ত্রধারী ব্যক্তি তার স্বামীকে ঘর থেকে ডেকে নিয়ে যায়। এরপর আর বাসায় ফিরে আসেননি তিনি।

আরও পড়ুন