রাঙামাটি সদর উপজেলার সাপছড়ি ইউনিয়নের শালবন যৌথ খামার পাড়া পাহাড়ি গ্রামে ডিপ টিউবওয়েলের পাইপ দিয়ে গ্যাস বের হওয়ার খবর পাওয়া গেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, রাঙামাটি শহর থেকে ২৫ কিলোমিটার দুরত্বে অবস্থিত সাপছড়ি ইউনিয়নের যৌথ খামার পাড়া । যৌথ খামার পাড়ার পাহাড়ের প্রায় ৬শ ফুট নিচে ৮ মাস আগে খাবার পানির সংকট নিরসনের জন্য নলকুপটির কাজ শুরু করে পার্বত্য জেলা পরিষদ।
স্থানীয়রা জানান, ঐ গ্রামের মানুষের খাবার পানির সংকট নিরসনের জন্য জেলা পরিষদের পক্ষ থেকে একটি ডিপ টিউবওয়েল স্থাপনের কাজ চলছিলো। টিউবওয়েলের পাইপ কয়েকশ ফিট গভীরে যাওয়ার পর গ্যাস জাতীয় পদার্থ বের হতে থাকে, তাতে আগুন দেয়ার সাথে সাথে জ্বলে উঠে আগুন। স্থানীয় বাসিন্দা ও জায়গার মালিক তিথিচান চাকমা বলেন,

আমরা খাবার পানি পান করার জন্য পার্বত্য জেলা পরিষদ থেকে আমাদেরকে টিউবওয়েলটি দেয়া হয়। ডিপ টিউবওয়েলের পাইপ বোরিং করার সময় কয়েকশ ফিট নিচে যাওয়ার পর প্রথমে নিচ থেকে পানি বের হতে থাকে। পানির চাপ বাড়ার সাথে সাথে ঐ পাইপ দিয়ে গ্যাস জাতীয় বাতাস বের হতে থাকে। এ সময় পাইপ জোড়া দেওয়ার জন্য আগুন ধরালে তাতে আগুন ধরে যায়। তিনি আরও জানান,স্থাপিত টিউবওয়েল দিয়ে লবনাক্ত পানি বের হচ্ছে, যা পান করার অযোগ্য।
এদিকে গ্যাসের সন্ধান পাওয়ার ঘটনায় এলাকাবাসীর মাঝে ব্যাপক কৌতুহলের সৃষ্টি করেছে। দোকানদার রূপায়ন চাকমা জানান, আমি টিউওয়েল দিয়ে বের হওয়া গ্যাস দিয়ে আমার দোকানের রান্নার কাজ করছি, ভাল লাগছে রান্নার জন্য আর কাঠের প্রয়োজন হচ্ছে না।
রাঙামাটির জেলা প্রশাসক মোঃ সামসুল আরেফিন বলেন, গ্যাসের স্পীট দেখে মনে হচ্ছে এটা পকেট গ্যাস, তারপরও আমি বিষয়টি পর্যবেক্ষণে রেখেছি, যথা সময়ে ব্যবস্থা গ্রহণ করা হবে।