রাঙামাটির সুবলং ঝর্ণা থেকে যুবকের মরদেহ উদ্ধার

NewsDetails_01

রাঙামাটির বরকল উপজেলার সুবলং ঝর্ণা এলাকায় এক অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে এ মরদেহ উদ্ধার করা হয়।
এদিকে, বোট মালিক মো: রাশেদ উদ্ধারকৃত অজ্ঞাত যুবকের মরদেহকে তার বোট চালক শফিকুল ইসলাম দাবী করে বলেন,শফিকুল দীর্ঘদিন ধরে তার বোট এর ড্রাইভার ছিল। নিহত শফিকুল ইসলামের বাড়ী রাঙামাটি শহরের ইসলামপুর এলাকায় বলে জানান বোট মালিক রাশেদ। তিনি বলেন, সকালে একদল পর্যটক বোটটি ভাড়া করে শুভলং এর উদ্যেশে যাত্রা করে কিন্তু ড্রাইভার শফিকুল সন্ধ্যার মধ্যে ফিরে আসার কথা থাকলেও ফিরে আসেনি।
রাঙামাটি অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সাফিউল সারোয়ার জানান, আমরা এক অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছি। উদ্ধারকৃত মৃতদেহটি শফিকুলের কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

আরও পড়ুন