রাঙামা‌টির ১০০ শিক্ষা প্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া সরঞ্জাম বিতরণ

NewsDetails_01

শিক্ষা ও দক্ষতা উন্নয়নের মাধ্যমে মেয়েশিশু ও নারীর ক্ষমতায়ন কম্পোনেন্ট, এসআইডি-সিএইচটি প্রকল্প, পার্বত্য চট্রগ্রাম বিষয়ক মন্ত্রণালয় ও ইউএনডিপির যৌথ প্রকল্পের আওতায় রাঙামা‌টির ১০০ শিক্ষা প্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া সরঞ্জাম বিতরন করা হ‌য়ে‌ছে।

NewsDetails_03

আজ বুধবার বেলা ১১টায় রাঙামাটি জেলা পরিষদ এনেক্স ভবনে শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের মাঝে এসব মাল্টিমিডিয়া সরঞ্জাম বিতরন করা হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া সরঞ্জাম বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি।

জেলা পরিষদের চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের মূখ্য নির্বাহী কর্মকর্তা আশরাফুল ইসলাম, এটুআই প্রকল্পের কর্মকর্তা তৌফিকুল ইসলাম, জেলা পরিষদের সদস্য অংসুছাইন চৌধুরী, রেমলিয়ানা পাংখোয়া, সবির কুমার চাকমা, বিপুল ত্রিপুরা, আসমা বেগম, আব্দুর রহিম, জেলা সহকারী শিক্ষা কর্মকর্তা পরিনয় চাকমা প্রমূখ।

আরও পড়ুন